এই সময় ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের সময় যে কোনও মুহূর্তে কাশ্মীরে হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ ও আল-বদরের মতো সন্ত্রাসবাদী সংগঠন। রাজনৈতিক দলের নেতা-কর্মীদেরই টার্গেট করা হতে পারে। উপত্যকার নিরাপত্তা বাহিনীকে এই মর্মে সতর্ক করে দিয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দা সংস্থাগুলির অনুমান, ভোটের মুখে কাশ্মীরে হিংসাত্মক ঘটনা বাড়তে পারে। হামলা চালিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ভীতির সঞ্চার করাই জঙ্গিদের মূল উদ্দেশ্য। যাতে পার্টি নেতারা নির্বাচন পদ্ধতি থেকে দূরে সরে আসতে বাধ্য হন। গোয়েন্দারা বলছেন, উপত্যকায় স্বাভাবিক অবস্থা ফিরুক, এটা কোনও ভাবেই চাইছে না জইশ, লস্করের মতো জঙ্গি সংগঠনের নেতারা। নির্বাচনের মুখে অশান্তি জিইয়ে রাখার নানা কৌশল তারা নিচ্ছে। যাতে সাধারণ মানুষ ভোটের দিন বাড়ি থেকে বেরোতে ভয় পায়।
from Eisamay https://ift.tt/2V059cS
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন