এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে বহু প্রতিক্ষিত P30 সিরিজের স্মার্টফোন লঞ্চ করল হুয়াওয়ে। এই উপলক্ষে মঙ্গলবার প্যারিসে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল চিনের এই সংস্থাটি। গত বছর লঞ্চ হওয়া হুয়াওয়ে P20 স্মার্টফোনের মতো নতুন P30-র মূল ইউএসপি হল এর ক্যামেরা। এখনও পর্যন্ত এটি সবথেকে সেরা ক্যামেরাযুক্ত স্মার্টফোন বলে দাবি হুয়াওয়ের। যদিও এর দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।একনজরে দেখে নেওয়া যাক Huawei P30-র স্পেকস্:ডিসপ্লে: ৬.১ ইঞ্চি OLED, যার রেজলিউশন ১০৮০x ২৩৪০SoC: ৭এনএম HiSilicon Kirin ৯৮০র্যাম: ৬ জিবিস্টোরেজ: ইনবিল্ড ১২৮ জিবি, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়ব্যাটারি: ৩৬৫০ mAhফ্রিঙ্গার প্রিন্ট স্ক্যানার: অপটিক্যাল ইন-ডিসপ্লেরেয়ার ক্যামেরা: ডুয়াল এলইডি ফ্ল্যাশ-সহ ৪০ এমপি+ ১৬ এমপি + ৮ এমপিফ্ৰন্ট ক্যামেরা: ৩২ এমপিOS: অ্যান্ড্রয়েড Pie ভিত্তিক হুয়াওয়ের নিজস্ব EMUI ৯.১।
from Eisamay https://ift.tt/2UYzb0r
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন