এই সময় ডিজিটাল ডেস্ক: গুজব উড়িয়ে দিয়ে রবিবার নিজের নতুন দল ঘোষণা করতে চলেছেন প্রাক্তন কূটনীতিক শাহ ফয়জল। এর আগে তিনি ন্যাশনাল কনফারেন্সে যোগ দিতে চলেছেন বলে খবর রটে। শোনা যাচ্ছে, তাঁর দলে এর মধ্যে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন নেত্রী শেহলা রশিদ। এর আগে দেশের বিভিন্ন রাজ্যে সমমনষ্ক নেতাদের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছেন ফয়জল। তাঁর দলে প্রথম যাঁরা যোগ দিতে চলেছেন, তাঁদের প্রথম তালিকায় নাম রয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়া শেহলা রশিদ। দলের জন্য নবীন সদস্য জোগাড়ের কাজ তিনি এর মধ্যেই শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে।রবিবার শ্রীনগর থেকে নিজের নতুন দলের ঘোষণা করতে চলেছেন ফয়জল। গত জানুয়ারি মাসে আইএএস থেকে পদত্যাগ করেন তিনি। সেই সময় তিনি বলেছিলেন, মাটির কাছাকাছি মানুষের সঙ্গে কথা বলার পরে পরিচিত কোনও রাজনৈতিক দলে তাঁর যোগ দেওয়ার ইচ্ছে নেই। জম্মু ও কাশ্মীরে নতুন রাজনৈতিক ভাষ্যের উন্মেষ ঘটাতে তাই নিজের মতাদর্শ অনুসারে দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন কূটনীতিক।
from Eisamay https://ift.tt/2HpFWoW
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন