বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

'স্ত্রী ভাগ্যে' ফের হাজতবাসের পথে টিম ইন্ডিয়ার সেরা পেসার সামি!

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে ফের বিপাকে ভারতীয় ফার্স্ট বোলার মহম্মদ সামি। স্ত্রী হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শুধু তাই নয়, সেই চার্জশিটে নির্যাতন, শ্লীলতাহানীর অভিযোগও রাখা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ জুন ধার্য হয়েছে। সেসময় বিশ্বকাপ অভিযানে থাকবে ভারত। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কী সামির বিশ্বকাপে খেলা অনিশ্চিত? এখনও অবশ্য তা বলার সময় আসেনি।উল্লেখ্য, এর আগে যখন প্রথম হাসিন জাহান অভিযোগ জানান, তখন ভারতীয় বোর্ড বিষয়টি থেকে দূরত্ব বজায় রেখেছিল। কেবল সামির গ্রেড ঠিক না করে তা স্থগিত রেখেছিল বোর্ড। এবারও বিষয়টির মধ্যে বোর্ড ঢুকবে না বলেই মত অনেকের।ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩৫৪এ, ধারায় সামির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ চার্জশিটে আনা হয়নি। মোট ২৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এই মামলায়।

from Eisamay https://ift.tt/2Hzeuo6

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages