এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনের কাছে ভেঙে পড়া ফুট ওভারব্রিজটি 'কাসব ব্রিজ' নামেই লোকমুখে বেশি পরিচিত ছিল। ২০০৮ সালে ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলার সময় এই ওভারব্রিজটিই ব্যবহার করেছিল আজমল কাসব ও ইসমাইল খান। ২০০৮ সালের ২৬ নভেম্বর দুই সন্ত্রাসবাদী আজমল কাসব ও ইসমাইল খান হাতে একে-৪৭ রাইফেল নিয়ে ঢুকেছিল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনে। স্টেশনের প্যাসেঞ্জার হলে গিয়ে অপেক্ষারত যাত্রীদের তাক করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল ওই দু-জনে। সেসময় মুম্বইয়ের এই ফুট ওভারব্রিজটি তারা ব্যবহার করেছিল। তার পর থেকেই মুম্বইয়ের হিমালয় ব্রিজ 'কাসব ব্রিজ' নামেই জনপ্রিয় হয়। এই আজমল কাসবকেই একমাত্র জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছিল। পরে, বিচারে তার ফাঁসি হয়। শুনানির সময় আদালতে মুম্বই ব্রিজের উপর কাসবের একে-৪৭ হাতে একটি ছবি পেশ করা হয়েছিল। ২০১০ সালের ৩ মে আজমল কাসব দোষী সাব্যস্ত হয়। ৬ মে ওই একই আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। কাসবের বিরুদ্ধে মোট ৮৮টি অভিযোগ ছিল। ১৪ মার্চ, বৃহস্পতিবার এই 'কাসব ব্রিজ' ভেঙেই কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন। হাসপাতালে চিকিত্সাধীন আরও ৩২ জন।
from Eisamay https://ift.tt/2HzevIG
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন