বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

Mumbai Bridge Collapse: সিগন্যালের লালবাতি বাঁচিয়ে দিল অনেককে!

এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রাফিক সিগন্যালে লালবাতি না-জ্বললে, মুম্বইয়ে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানি আরও অনেক বাড়ত। এমনটাই জানাচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শী বাণিজ্যনগরীর এক ট্যাক্সিচালক মহম্মদ আখতার আনসারি। তিনি নিজে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সিগন্যালে আটকে পড়ার কারণে। তাঁর গাড়িতে থাকা যাত্রীরও এতটুকু আঘাত লাগেনি। নিজেকে যে কারণে ভাগ্যবান বলে মনে করেন আনসারি। তবে, তাঁর গাড়ির সামনের অংশ ব্রিজের ভেঙে পড়া চাঙড়ে তুবড়ে গিয়েছে। তার জন্য যদিও আপশোস নেই। মুম্বইয়ে ফুট ওভারব্রিজ ভেঙে মৃত ৬, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীরআনসারি জানান, ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনের উলটো দিকের লাল সিগ্যানালে গাড়িগুলি আটকে ছিল। তাই ব্রিজের ধ্বংসস্তূপের নীচে কোনও গাড়ি চাপা পড়েনি। হতাহতরা সকলেই ছিলেন পথচারী। বিপজ্জনক অবস্থায় ছিল না মুম্বই ব্রিজ, সাফাই মন্ত্রীরবৃহস্পতিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ CSMT স্টেশনের কাছে ফুট ওভারব্রিজ ভেঙে কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন। আহত অবস্থায় স্থানীয় দু'টি হাসপাতালে ভরতি ৩২ জন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বৃহন্মুম্বই পুরসভার। মুম্বই ব্রিজ দুর্ঘটনায় মৃতদের পরিবার পাবে ₹৫ লক্ষ, আহতদের ₹৫০ হাজাররাতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্র সরকার হতাহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণও ঘোষণা করেছে।

from Eisamay https://ift.tt/2HnqVnp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages