বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

জনসমক্ষে বিয়ের প্রস্তাব, গ্রেফতার ইরানি যুগল

এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁকে ঘিরে অজস্র ফুলের শৃঙ্খলিত পাপড়ি যেন একটা গণ্ডি টেনে দিয়েছিল। সেই গণ্ডির মধ্যে দাঁড়িয়েই যুবক পাড়লেন বিয়ের প্রস্তাব। আবেগমিশ্রিত চিত্‍‌কারে। কয়েক হাত দূরে যুবতীর কানে গেল। কানে গেল চারপাশে চলমান লোকজনেরও। তাঁরাও দাঁড়িয়ে পড়লেন। যুবতী নিষ্পলক। যুবকের দৃষ্টি নিবন্ধ উত্তরের অপেক্ষায়। যুবতীর ঠোঁটের কোণের মৃদু হাসি সম্মতি জানাল সেই প্রস্তাবে। যুবক নিঃসংকোচে প্রেমিকার অনামিকায় পরিয়ে দিলেন আংটি। শপিং মলের ভিড়ে উত্‍‌সাহী কেউ মোবাইলের ভিডিয়োয় ধরে রেখেছিল সেই রোম্যান্সের ছবি। পরে, ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই বিপত্তি বাড়ে যুগলের। প্রকাশ্যে প্রেম নিবেদনের জন্য ইরানীয় যুগলকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে, অবশ্য তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, এ ভাবে প্রকাশ্যে প্রেম নিবেদন ইসলামিক সংস্কৃতি ও সমাজের রীতিনীতির বিরুদ্ধ। তাই গ্রেফতার করা হয়েছিল।

from Eisamay https://ift.tt/2HvhxxB

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages