এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি। তালিকায় নাম নেই সাংসদ সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন এবং ইদ্রিশ আলিরও।68377284 এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। রয়েছেন অভিজ্ঞ তৃণমূল নেত্রী মালা রায়। মুনমুন সেন, শতাব্দী রায়, দেব ছাড়াও এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে টলিউডের বেশ কিথু অভিনেতার নাম। এঁদের মধ্যে রয়েছেন বসিরহাটের প্রার্থী নুসরত জাহান এবং যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকায় এবার ৪১% মহিলা প্রার্থী রাখা হয়েছে। West Bengal CM and TMC chief Mamata Banerjee: Moon Moon Sen will be our candidate from Asanasol, Satabdi Roy from B… https://t.co/fpc63AbXx4— ANI (@ANI) 1552386687000 এক নজরে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রার্থী তালিকা:কেন্দ্রপ্রার্থীদার্জিলিং অমর সিং রাই জলপাইগুড়ি বিজয় চন্দ্র বর্মনকোচবিহার পরেশচন্দ্র অধিকারীআলিপুরদুয়ার দশরথ তিরকেরায়গঞ্জ কানাইলাল আগরওয়ালবালুরঘাট অর্পিতা ঘোষ মালদহ উত্তর মৌসম বেনজির নূরমালদহ দক্ষিণ মোয়াজ্জেম হোসেন জঙ্গিপুর খলিলুর রহমান মুর্শিদাবাদ আবু তাহের খানবহরমপুর অপূর্ব সরকারকৃষ্ণনগর মহুয়া মৈত্ররানাঘাট রূপালি বিশ্বাসবর্ধমান পূর্ব সুনীল মণ্ডলবর্ধমান দুর্গাপুর মমতাজ সংঘমিত্রাআসানসোল মুনমুন সেনবোলপুর অসিত মালবীরভূম শতাব্দী রায়বনগাঁ মমতাবালা ঠাকুরব্যারাকপুর দীনেশ ত্রিবেদীহাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়উলুবেড়িয়া সাজদা আহমেদশ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়হুগলি রত্না দে নাগঘাটাল দীপক অধিকারী (দেব)আরামবাগ অপরূপা পোদ্দারতমলুক দিব্যেন্দু অধিকারীকাঁথি শিশির অধিকারীঝাড়গ্রাম বীরবাহা সোরেনমেদিনীপুর মানস ভুঁইয়াপুরুলিয়া মৃগাঙ্ক মাহাত বাঁকুড়া সুব্রত মুখোপাধ্যায়বিষ্ণুপুর শ্যামল সাঁতরা দমদম সৌগত রায়বারাসত কাকলি ঘোষ দস্তিদারবসিরহাট নুরসরত জাহানজয়নগর প্রতিমা মণ্ডলমথুরাপুর চৌধুরী মোহন জাটুয়াডায়মন্ডহারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়যাদবপুর মিমি চক্রবর্তীকলকাতা দক্ষিণ মালা রায়কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়
from Eisamay https://ift.tt/2CcCHgk
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন