বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

প্রার্থী ঘোষণাপর্বেই বাম-কং-বিজেপিকে যোজন পিছনে ফেললেন মমতা

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের প্রার্থী বাছতে গিয়ে অকুল পাথারে বিরোধীরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে ভোটের শুরুতেই মাস্টার স্ট্রেক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দল ভাঙানো প্রসঙ্গে বিজেপির প্রতি তাঁর কটাক্ষ, 'ধার চাহিজা লজ্জা দেবেন না!'68377828 অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে বাংলায় কংগ্রেসের হাত ধরেছে সিপিএম। তবুও রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ ছাড়া আর কোনও কেন্দ্রে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি তারা। রাজ্যের বাকি আসনে কে, কোথায় প্রার্থী দেবে তা নিয়ে দু'দলের মধ্যে এখনও আলোচনা চলছে। কংগ্রেসকে কোনও কোনও আসন ছাড়া নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে ক্ষোভ আছে বলে খবর। ফলে প্রার্থীর নাম চূড়ান্ত না হওয়ায় তালিকা ঘোষণা করতে পারছে না বাম এবং কংগ্রেস উভয় শিবির।68377841 তথৈবচো অবস্থা বিজেপির। বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে তা দিয়ে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তারা। । প্রার্থী তালিকা প্রকাশ তো দূরের কথা, এখনও তা থেকে বহু যোজন দূরে পদ্ম শিবির। শোনা যাচ্ছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে এ মাসে রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার পরে ঘোষণা হবে প্রার্থী তালিকা। কিন্তু সেটা কবে? মুরলিধর সেন লেনের কর্তারা সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাতে ব্যর্থ।68377849 বিরোধীরা যখন প্রার্থীর নাম স্থিরই করে উঠতে পারেনি তখন রাজ্যের ৪২ আসনেই দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে দল ভাঙানো প্রসঙ্গে বিজেপির প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার দলের প্রার্থী তালিকা প্রকাশের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এবার একটা সাইনবোর্ড ঝোলাতে হবে- ধার চাহিয়া লজ্জা দেবেন না।'

from Eisamay https://ift.tt/2HhJx8m

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages