এই সময় ডিজিটাল ডেস্ক: ফের হামলার আশঙ্কা করছেন পরিবারের সকল সদস্যই। তাই আর গুরুগ্রামে থাকার সাহস পাচ্ছেন না গত ২১ মার্চ গুরুগ্রামে প্রহৃত সেই মুসলিম পরিবার। ইতোমধ্যেই তাঁরা সমস্ত জিনিসপত্র গোছগাছ করে ফেলেছেন। খুব তাড়াতাড়ি তাঁরা শহর ছেড়ে চলে যাবেন বলেই খবর। এরই মধ্যে ওই পরিবারের আশঙ্কা বাড়িয়েছে, পরিবারের দুজনের বিরুদ্ধে পালটা এফআইআর দায়ের হওয়ায়। সেইদিন সবচেয়ে বেশি প্রহৃত হয়েছিল যে, সেই মহম্মদ সাজিদের তুতো ভাই মহম্মদ আবিদ ও আমির খানের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পরিবারটির তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তাঁরা কিছুই জানতেন না। পুলিশও কিছু বলেনি। সংবাদমাধ্যম সূত্রে তাঁরা খবরটি জানতে পারেন। উল্লেখ্য, গত ২১ মার্চ গুরুগ্রামের ভোন্দসিতে আক্রান্ত হয় ওই মুসলিম পরিবারের সদস্যরা। প্রায় ৪০ জনের একটি দল এসে লোহার রড এবং হকি স্টিক দিয়ে বেধড়ক পেটায় পরিবারের সদস্যদের। দেখুন সেই হামলার ভিডিয়োএই ঘটনার পর পুলিশ জানিয়েছে হোলির দিন ক্রিকেট খেলা নিয়ে তৈরি হওয়া বচসার জেরেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে আক্রান্ত পরিবারের দাবি হিন্দুত্ববাদী সংগঠনের মদতেই দুষ্কৃতীরা প্ল্যান করে এই ঘটনা ঘটিয়েছে।
from Eisamay https://ift.tt/2V9OCDg
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন