বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ৩১ মার্চ, ২০১৯

বরামুলায় বন্দুকবাজের গুলিতে নিহত ব্যবসায়ী

এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বরামুলা শহরে শনিবার অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে স্থানীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত অর্জুমন্দ মাজিদ ভাটের বরামুলায় দোকান রয়েছে। কী কারণে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, অর্জুমন্দ মাজিদ ভাট ওরফে রাজু মিস্ত্রি গুলি খেয়ে ঘটনাস্থলেই মারা যান। জানা গিয়েছে, বরামুলার খাওয়াজায় তাঁর বাড়ি। তিন মাস আগে বরামুলা জেলাকে সন্ত্রাসবাদী-মুক্ত বলে ঘোষণা করেছিল পুলিশ। সেখানে এমন হামলাতে পুলিশের দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, গত শুক্রবারও পুলওয়ামারে ত্রালে এক দোকানিকে গুলি করে পালায় বন্দুকবাজরা। ওই ব্যবসায়ী এখন হাসপাতালে চিকিত্‍‌সাধীন।

from Eisamay https://ift.tt/2CGiEar

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages