এই সময় ডিজিটাল ডেস্ক: গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাকাণ্ডের রেশ এখনও দগদগে ক্ষতের মতো সমস্ত দেশবাসীর কাছে। এরই মধ্যে আবার শিরোনামে উঠে এল পুলওয়ামা। আবার সেই হামলা। শনিবার পুলওয়ামার স্টেট ব্যাংকের সামনে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। মূল লক্ষ্য ছিল অবশ্য সিআরপিএফ জওয়ানরা। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। Jammu & Kashmir: Terrorists lobbed grenade near SBI branch in Pulwama, today. No casualties/injuries reported. https://t.co/IsUSy1Lemt— ANI (@ANI) 1553942817000 ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলেছেন সেনা জওয়ানরা। অসমর্থিত সূত্রে খবর, ওই ঘটনায় একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তবে গোটা ঘটনার পর আবার প্রশ্ন উঠেছে, পুলওয়ামায় সেনাবাহিনীর হামলার পর নিরাপত্তায় যে কড়াকড়ির কথা বলা হয়েছিল, তার কি আদৌ কার্যকর হয়েছে?
from Eisamay https://ift.tt/2CLbmCl
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন