Download App now - অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন।‘আপনার খবরেই বদলাবে শহর’—এই থিম নিয়েই পথচলা শুরু করেছিল ‘এই সময়’-এর সিটিজেন রিপোর্টার অ্যাপ। আসছে এই অ্যাপের নতুন ভার্সন। এই ভার্সনে আপনার জন্য থাকছে ৩টে নতুন উপহার। আপনার এলাকার খবর আপলোড করা ছাড়াও এই অ্যাপে আপনি পাবেন নানা স্বাদের সংবাদ। একই সঙ্গে আপনি আপনার মতামত পৌঁছে দিতে পারবেন সারা দুনিয়ায়। পাশাপাশি সিটিজেন রিপোর্টারে নিয়মিত খবর পাঠান যাঁরা, তাঁদের জন্য থাকছে বিশেষ কিছু। অ্যাপ ডাউনলোড করতে আপনি গুগল প্লে বা অ্যাপস্টোরে গিয়ে সার্চ করুন ‘এই সময় সিটিজেন রিপোর্টার (Ei Samay Citizen Reporter)’। সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিজের নাম রেজিস্টার করুন। আসুন, জেনে নেওয়া যাক অ্যাপের নতুন ভার্সনে কী কী নতুন বিষয় থাকছে? 68465420 আপনার মতামত গণতন্ত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল জনগণের রায়। আমরা আপনাকে নিজের বক্তব্য সমাজের সামনে তুলে ধরার বিশেষ সুযোগ করে দিচ্ছি। আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এই অ্যাপের মাধ্যমে আপনার মতামত জানতে চাইব। আপনার সেই মতামত তুলে ধরা হবে সবার কাছে। আপনি নিজের মতামত ৮০ থেকে ১০০ শব্দের মধ্যে লিখে আমাদের জানান। বাছাই করা মতামতগুলি ‘এই সময়’-এ প্রকাশ করা হবে। 68465425 ট্রেন্ডিংনিউজ এবং ভিডিয়ো নিজের এলাকার খবর দেওয়ার পাশাপাশি অ্যাপে আপনি অত্যন্ত আলোচিত ট্রেন্ডিং নিউজ এবং ভিডিয়ো দেখতে পারবেন। এতে আপনি সিটিজেন রিপোর্টার হওয়ার পাশাপাশি দেশ ও দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরগুলির সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে পারবেন। স্টার সিটিজেন রিপোর্টার এই সময় সিটিজেন রিপোর্টার অ্যাপে আপনি আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবরাখবর সবাইকে জানাতে পারেন। তুলে ধরতে পারেন নানাবিধ সমস্যা। এখন আপনার কাছে থাকবে স্টার সিটিজেন রিপোর্টার হওয়ার সুযোগ। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে তুলে ধরে স্টার সিটিজেন রিপোর্টার হতে পারেন। আপনার ফোনের অ্যাপে স্টার সিটিজেন রিপোর্টারের ট্যাগ দেখা যাবে।
from Eisamay https://ift.tt/2FdZOb0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন