এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার, ১৯ মার্চ দুপুর ১২টায় নয়া দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে Xiaomi Redmi Go স্মার্টফোনটি। সংস্থার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ অনুষ্ঠানটির লাইভ স্ট্রিমিং হবে বলেও জানানো হয়েছে। গত সপ্তাহেই সংস্থার তরফে পাঠানো হয়েছে লঞ্চ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র। আমন্ত্রণ পত্রটির উপরে ‘GO’ শব্দটি হাইলাইট করার পাশাপাশি লেখা ছিল #MiForYou। Redmi Go গুগল-এর Android Go এডিশনের অন্তর্গত। যে সব ফোনে 1GB-র কম RAM আছে, তাতেও ভালোভাবেই চলবে এই অপারেটিং সিস্টেম। ভারতে এই ফোনটি পাওয়া যেতে পারে নীল, কালো এবং লাল রঙে। Android 8.1 Oreo (Go edition) অপারেটিং সিস্টেমের সঙ্গে এতে এক ক্লিকেই পাওয়া যাবে Gmail Go, Assistant Go, Maps Go-এর মতো প্রি-ইনস্টলড ফিচারস। এছাড়াও ইউজারের অভিজ্ঞতা আরও উন্নত করতে এই ফোনে ব্যবহার করা হয়েছে 1.GHz Qualcomm Snapdragon 425 processor, 1GB RAM এবং 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 128GB পর্যন্ত বাড়ানো যেতে পারে মেমরি। তবে এই ফোনের স্ক্রিন সাইজ অন্যান্য স্মার্টফোনের তুলনায় সামান্য ছোট—৫ ইঞ্চির HD resolution।রয়েছে দুটি মাইক্রোফোন। Xiaomi Redmi Go-র প্রাইমারি ক্যামেরা 8MP-এর এবং সেলফি ক্যামেরা রয়েছে 5MP-এর। ফোনের ব্যাটারি ক্ষমতা 3000mAh। দুটি ন্যানো সিম কার্ড স্লটের সঙ্গে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট। ভারতের বাজারে এই ফোন পাওয়া যেতে পারে ৫ থেকে ৬ হাজারের মধ্যে। অর্থাত্ মধ্যবিত্তের সাধপূরণ হবে সাধ্যের মধ্য়েই।
from Eisamay https://ift.tt/2TI2yYe
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন