এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এস এস রাজামৌলি তাঁর আগামী ছবি RRR-এর সঙ্গে জড়িত বেশ কিছু তথ্য জানালেন দর্শকদের। জুনিয়র এনটিআর এবং রাম চরণের সঙ্গে এই ছবিতে যে আলিয়া ও অজয়কেও দেখা যাবে, তাও খোলসা করলেন। ফলে খুব স্বাভাবিকভাবেই এই ছবি ঘিরে উত্তেজনার পারদ বেড়েছে কয়েক গুণ! শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। এ নিয়ে পরিচালককে প্রশ্ন করা হলে তিনি অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, কোনও মন্তব্য তিনি করবেন না। তবে বেশিদিন কি আর এই সব খবর বলিউডের অন্দরমহলে আটকে রাখা যায়! সূত্রের খবর, RRR ছবিতে একজন স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। প্রথমে অবশ্য খানিক দোনামনায় ছিলেন অজয়। ছবিতে যেহেতু তাঁর চরিত্রের স্ক্রিন টাইম খুব একটা উল্লেখযোগ্য নয়, তাই এককথায় রাজি হতে পারেননি। তবে পরে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেন ছবিতে ছোট চরিত্র হলেও কাজ তিনি করবেন। এপ্রিল থেকেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। বিভিন্ন ভারতীয় ভাষায় এই ছবি মুক্তি পাবে ২০২০ সালের ৩০ জুলাই।
from Eisamay https://ift.tt/2FdZlWi
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন