পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও দশমিনা আনন্দমেলা সিনেমা হলের প্রতিষ্ঠাতা মো.কাওসার আলম রহিম (৬৮) এর জানাযায় মানুষের ঢল। সোমবার বিকাল ৩টায় দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম ও বিকাল সাড়ে ৪টায় নিজ বাড়ির মসজিদ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । মৃত্যুকালে দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো.হাসান আল মামুন ও পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.শিবলু খান, দশমিনা উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলসহ সহযোগী সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন