বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১০ জুন, ২০২৩

বিসিসি নির্বাচনে ১২৬টির মধ্যে ১০৬ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে ৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে পুলিশ। এদিকে প্রার্থীদের শঙ্কার ভিত্তিতে মোট ১০৬ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বার।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা জানান।

পুলিশ কমিশনার বলেন, আজ রাতে প্রচারণা শেষ হচ্ছে। এরপর নগরীতে কোনো বহিরাগত থাকবেন না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে। আমাদের মেসেজ খুব ক্লিয়ার। বরিশালে বহিরাগত থাকার সুযোগ নেই। এখানে যাঁরা বহিরাগত আছেন, তাঁরা রাত ১২টা পর্যন্ত থাকবেন। আগামীকাল থেকে নগরীতে আমরা কোনো বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব।’ তবে যৌক্তিক কারণ দেখাতে পারলে বহিরাগত ব্যক্তিদের বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ রাখা হবে।

পুলিশ কমিশনার আরও জানান, আগামী সোমবার (১২ জুন) বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রায় ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার ১২৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ সদস্য মোতায়েন থাকবেন।

তিনি বলেন, ‘আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, তা নিশ্চিত করা হবে।’

এই নির্বাচনে সাড়ে ৪ হাজার আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১৮-১৯ জন পুলিশ সদস্য থাকবে। ১০ প্লাটুন বিজিবি ও ৫১ টি মোবাইল টিম আলাদা আলাদাভাবে ভোট কেন্দ্রের দায়িত্ব থাকবে। স্টান্ড ফোর্স হিসেবে আরও ১০টি টিম কাজ করবে বলে জানান বিএমপি কমিশনার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages