বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১২ জুন, ২০২৩

গল্পঃ এক জোড়া শাপলা

“শুভজ্যোতি মন্ডল মানিক”

রিপন প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরোয়।ভোরের স্নিগ্ধ হাওয়া,পাখির কূজন রিপনকে মুগ্ধ করে।প্রতিদিন ভোরে হাঁটার সময় কোন না কোন বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের স্বাক্ষী হয়ে ওঠে রিপন।সারি সারি সাদা বকের মাছ ধরা,মাছরাঙার ডালে বসে মাছ ধরার অপেক্ষা;জোড়া ফিঙে পাখির আইলে বসে মৌন কথন ;কৃষকের মাঠের কোলে গরু নিয়ে ছুটে চলা; এরকম আরো কতো কি!গ্রীষ্মের ভোর বেলা স্নিগ্ধ শীতল হাওয়া মাখতে মাখতে রিপন বিল পাড়ের আইল ধরে হাঁটছে,এমন সময় অগভীর জলে সদ্য প্রস্ফুটিত দু’টো লাল শাপলা ফুল চোখে পড়ে ।প্রকৃতির এ লীলা নিকেতনে ওরাও বাঁধন হারা ছন্দে মৃদুমন্দ বাতাসে দুলে দুলে মাথা নাড়িয়ে একে অপরের কথায় সায় দিচ্ছে প্রেমিক প্রেমিকার মতো।ছোট ছোট জলের ঢেউয়ে একে অপরের দিকে ঝুঁকে ঝুঁকে উষ্ণ আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরতে চায় ।কিছুক্ষণ পর দেখা গেলো দু’টো জলময়ূর এসে হাজির,হরেক ঢঙে নৃত্য করছে জলে ভাসা শাপলা পত্রের উপর।রিপন কাছে আসতেই জলময়ূরেরা নৃত্যকলা বন্ধ করে পালায়।খুব নিবিড় ভাবে লক্ষ্য করলে দেখা যায় হাসিমাখা জোড়া শাপলাদ্বয়ের পাপড়ির গায়ে বিন্দু বিন্দু জল প্রাতঃস্নানের ইঙ্গিত দিচ্ছে।বিলের অল্প জলে পানকৌড়ি হাতিয়ে মাছ ধরছে খানিকটা দূরে।শাপলা ঝাড়ের পাতার নিচে দু’টো শকুল মাছ ঠোঁটে ঠোঁটে কথা বলছে,জলে ভাসা শাপলা পত্রের আড়ালে শকুল মাছের ছাও পোনারা খেলা করছে;যেন বিয়ে বাড়ীর নিমন্ত্রিত অতিথি ওরা।শাপলা যুগলের মুখ ভরা হাসি দেখে মনে হচ্ছিলো কতো সুখী ওরা!ওরা এক জোড়ের ফুল,সবাইকে শুভ সকাল বলতেই প্রস্ফুটিত হয়েছে।জীবনের বাকিটা সময় জোড় বেঁধে থাকতে চায় সকলের আশীর্বাদক হয়ে,যেন কেউ ছিঁড়ে না ফেলে।হয়তো মাথা দুলিয়ে দুলিয়ে ওদের নিরাপদে রাখতে সবাইকে অনুরোধ করেছিলো।

শুভজ্যোতি মন্ডল মানিক(শিক্ষক), মোড়েলগঞ্জ- বাগেরহাট।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages