বরিশাল বাণী: আরফ মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হবে আলোচিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এবার সিটি নির্বাচনে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ প্রার্থী লড়ছেন মেয়র পদে। যাদের মধ্যে চারজন ভোটের লড়াইয়ে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন। ফলে সকলের নজর ওই চার প্রার্থীর দিকে। তবে বাকি তিনজনও ভোটের মাঠ ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল মেয়র প্রার্থীরা তাদের নিজ নিজ ওয়ার্ডের কেন্দ্রে দিনের প্রথমার্ধেই ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে, লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস গোরস্থান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদরাসা কেন্দ্রে, হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম রূপাতলী হাউসিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, হরিণ প্রতীকের প্রার্থী আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং হাতি প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান সদর রোডের সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। প্রার্থীদের ঘনিষ্ঠজন ও নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক পরিচালিত মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার বরিশাল সিটি নির্বাচন। এই নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। ভোট পর্যবেক্ষণে ১১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার হাজার ৪০০ পুলিশ, আনসার, এপিবিএন, র্যাব দায়িত্ব পালন করবে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
সোমবার, ১২ জুন, ২০২৩
Home
Unlabelled
মেয়র প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন ?
মেয়র প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন ?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন