শিক্ষা সফরের বাসে বখাটেদের হামলা: ছাত্রীসহ আহত ২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয় বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ও পানাম নগরীতে শিক্ষা সফরে এসে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের একদল শিক্ষার্থী। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় কলেজ বাসে হামলার ঘটনায় ছাত্রীসহ ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী এনামুল হক বলেন, সোনারগাঁয়ের পানাম সিটি ভ্রমণের সময় তিতুমীর কলেজের মেয়ে শিক্ষার্থীদের কয়েকজন বখাটে ইভটিজিং করে।
এ সময় প্রতিবাদ করায় শিক্ষার্থীদের সঙ্গে বখাটেদের কথা কাটাকাটি হয়। পরে কলেজের উদ্দেশে যখন বাস ছেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তারা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়। বখাটেরা স্থানীয় বলে বলে তারা ধারণা করেন।
তিনি আরো বলেন, উপায়ন্তর না দেখে আমরা ৯৯৯-এ কল করলে সোনারগাঁ থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মো. মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে।
হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনার সঙ্গে স্থানীয় বখাটেরা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পারি। দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post শিক্ষা সফরের বাসে বখাটেদের হামলা: ছাত্রীসহ আহত ২০ first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন