মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতের নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১১ মার্চ) রাতে তাঁদের আটক করা হয়। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ রবিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ওই রেস্টুরেন্টে জামায়াতের নেতাকর্মীরা জাকাতব্যবস্থা শীর্ষক আলোচনাসভা করছিলেন।
মিরপুর বিভাগের দারুসসালাম জোনের এডিসি মো. জামিল রহমান খান বলেন, ‘আমরা একটি অভিযান শেষ করেছি। যাদের আটক করা হয়েছে তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তির সংখ্যা এখন বলা যাচ্ছে না।’
The post মিরপুরে রেস্টুরেন্ট থেকে জামায়াতের নেতাকর্মী আটক first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন