বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; বলাৎকারের অভিযোগে শরীয়তপুরের জাজিরায় জামালুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় শিক্ষক আরিফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে জাজিরার পৌরসভার ব্যাংক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার তাকে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

আরিফুল ইসলাম মাদারীপুরের শিবচর উপজেলার সারে এগারো রশি গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে। প্রায় এক বছর ধরে জামালুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আরিফুল ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে তার বিছানায় যায়। তখন আরিফুল শিক্ষার্থীকে বলাৎকার করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর পরদিন শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে জাজিরা থানায় মামলা দায়ের করেন।

পরে ওইদিন রাতেই পৌরসভার ব্যাংক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার আরিফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা অভিযুক্ত আরিফুলকে গ্রেপ্তার করি। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের এজাহারের ভিত্তিতে মামলা দিয়ে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

 

The post বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages