নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর গুলশান- ২ এলাকায় বহুতল ভবনে লাগা আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। এতে একজন নিহত হয়েছেন এবং অনেকে ভবনের মধ্যে আটকা পড়েছেন।
তারা ভবনের ১১ তলায় ভিড় করছেন। আটকা পড়াদের মধ্যে এ পর্যন্ত ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আর বর্তমানে আগুন নেভাতে ও আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নং সড়কের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশে অবস্থিত ১২ তলা ভবনটির সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।র ১২ তলা ভবনের ৭ তলায় এ আগুন লাগে।
আগুন নেভাতে ও উদ্ধার তৎপরতায় বিমান বাহিনীর একটি দলও যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সরেজমিনে দেখা গেছে, উঁচু মই দিয়ে ভবনের বাসিন্দাদের নামিয়ে আনার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চারপাশে উৎসুক জনতার ভীরে আগুন নেভাতে বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা জানান, ঘটনার পর ভবনটি পরিদর্শনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আসেন। ঘটনাস্থলে আসলে জনতার তোপের মুখে পড়েন তিনি।
ভবনে ভেতর আটকে পড়া বাসিন্দাদের অনেকে চিৎকার করছেন। পুরো ভবনটি অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এই ভবনে থাকা বাসিন্দাদের অনেক স্বজন ভবনের নিচে কান্না করছেন।
স্থানীয়রা আরও জানান, ধোঁয়া এবং আগুনের কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা গুলশান থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এর বিভিন্ন ফ্লোরে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
The post গুলশানে বহুতল আবাসিক ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকেই first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন