পটুয়াখালীতে ২৭ লিটার চোলাই মদসহ ২ মাদকবিক্রেতা গ্রেপ্তার
সংবাদদাতা, পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় ২৭ লিটার চোলাই মদসহ মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে পৌরশহরের ফেরিঘাট এলাকা থেকে তাদের মদসহ গ্রেপ্তার করা হয়। সংস্থাটির গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার দুজন হচ্ছেন- পৌরসভার আনোয়ার মোল্লার ছেলে রিফাত মোল্লা (২৩) এবং একই এলাকার মৃত বিপুল মন্ডলের ছেলে শুভংকর মন্ডল (২৪)।
এসআই মো. মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গলাচিপা পৌরশহরের ফেরিঘাট এলাকা থেকে তাদের দুজনকে ২৭ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। পরর্তীতে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তী তাদের হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
The post পটুয়াখালীতে ২৭ লিটার চোলাই মদসহ ২ মাদকবিক্রেতা গ্রেপ্তার first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন