বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর লোহালিয়া- বাউফল সড়কের শৌলায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্কুল শিক্ষিকা ইসরাত জাহান উর্মি মারা গেছেন।পটুয়াখালীর বাউফল উপজেলায় মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ীতে যাওয়ার পথে লোহালিয়া- কাশিপুর বাউফল সড়কের শৌলা নামের স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিক্ষিকা ইসরাত জাহান উর্মি মৃত্যু কোলে ঢলে পরেন। ইসরাত জাহান উর্মি পটুয়াখালী শহরের সনামধন্য রশিদ কিশালয় বিদ্যায়তনের (কেজি স্কুলের) শিক্ষিকা ছিলেন

সে পটুয়াখালী শহরের পিটি,আই সড়কের বাসিন্দা ও নতুন বিবাহ দম্পতি ছিলেন। সন্তানের মা” ডাক শোনার আগে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তার পরিবারের মাঝে এখন শোকের ছায়ার মাতম চলছে।

রশিদ কিশালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান শিক্ষিকা উর্মির মৃত্যুতে আমরা গভীর শোকাহত আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষিকা হারলাম আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।

The post পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages