বইমেলা
-সুনিল বরন হালদার।
বছর ঘুরে আসলো আবার
ফেব্রুয়ারীর বইমেলা
এই মেলা রক্তে কেনা
বাঙালীদের বিজয় মেলা
বাংলা আমার প্রানের ভাষা
নেশা আমার বই পড়া
বইমেলায় কিনবো আমি
ছোটদের গল্প ছড়া।
বইমেলায় আরো উচ্চ মহিমায়
আমার প্রিয় মাতৃভাষা
দেখবে যেথায় বাঙালীদের
বইয়ের প্রতি ভালোবাসা।
ধনী গরীব সবাই আসে
অনেক আসে ঘুরতে
বইমেলা আলোক ছড়ায়
বাংলাদেশের হৃদয় হতে।
বইমেলায় শুনতে পাই
শহীদের নীরব কথা
বাংলা আমার মায়ের ভাষা
রাখবো তার পবিত্রতা।
—-o—
সুনিল বরন হালদার।
খান মঞ্জিল
34 মল্লিক রোড, বরিশাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন