নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামে কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে গেল দশম শ্রেণির এক শিক্ষার্থী।নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে নিচে ভারি নির্মাণ সামগ্রী পড়লেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় সে।
সিসি ক্যামেরায় ধারণ করা সে দৃশ্য দেখলে গা শিউরে উঠবে যে কারও। চট্টগ্রামে কোনো সুরক্ষা ছাড়াই ভবন নির্মাণের কারণে চরম ঝুঁকিতে এখন পথচারীরা।
সম্প্রতি অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাংলাদেশ মহিলা সমিতি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী খন্দকার জেবা ফারিহা। ঘটনাটি চট্টগ্রাম মহানগরীর আমিরবাগ আবাসিক এলাকার।
বায়ো প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবন থেকে বিশাল স্টিলের একটি পাত বিকট শব্দে নিচে পড়ে। ঘটনার আকস্মিকতায় জেবা প্রথমে বুঝতে পারেনি বিষয়টা কতটা ভয়াবহ।
ভুক্তভোগী খন্দকার জেবা ফারিহা বলে, ওই বিল্ডিং থেকে প্রায়ই কিছু না কিছু পড়ে। এজন্য প্রথমে পাত্তা দেইনি। এতো বড় কিছু পড়বে তা ভাবতেই পারিনি। ওটা আমার ওপরে পড়লে মারা যেতাম নিশ্চিতভাবেই।
এ ধরনের দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। জেবা ফারিহার বাবা অ্যাডভোকেট মহিউদ্দিন সোহেল বলেন, অনেক শুকরিয়া যে আল্লাহ বাঁচিয়েছেন। কিন্তু, এই ব্যাপারটাকে সামনে আনা উচিত। আমি চাই সরকার, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ ব্যাপারে সচেতন হন এবং এ ব্যাপারে আইনের প্রয়োগ ঘটান।
এমন ঘটনা এই প্রথম নয়, চট্টগ্রাম মহানগরীতে প্রায়ই ঘটছে। কোন ধরনের সুরক্ষা এবং নিরাপত্তা ছাড়াই অবাধে চলে বহুতল ভবন নির্মাণ কাজ। সংশ্লিষ্ট সংস্থা নির্বিকার, ফলে ঝুঁকি নিয়ে চলতে হয় পথচারীদের।
স্থানীয়রা বলছেন, আমরা তো সাধারণ মানুষ। ওদের সঙ্গে শক্তি বা কথা কোনোটাতেই পারব না। আমরা মনে করি, কর্তৃপক্ষ সচেতন হলেই এ সমস্যার সমাধান সম্ভব।
আমিরবাগে এ ঘটনার পর বাসিন্দাদের প্রতিবাদের মুখে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় আমিরবাগ হাউজিং সোসাইটি। দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলাতিকে দুষছে কর্মরত শ্রমিকরা।
আমীরবাগ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজ বন্ধ করে দিয়েছি। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা আর কোনো কাজ এখানে করতে দেবো না।
প্রসঙ্গত, ভয়াবহ এ ঘটনার পরও ঘটনাস্থলে যাননি ডেভেলপার কোম্পানি বায়ো প্রপার্টিজের কেউ। ফোনেও পাওয়া যায়নি। এমনকি ঘটনাস্থলে কোন কথা না বলে সটকে পড়েন দায়িত্বরত ব্যবস্থাপকও।
The post কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বাঁচল স্কুলছাত্রী first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন