বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিয়েবাড়িতে মিষ্টি খাওয়া নিয়ে মারামারি, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বিয়েবাড়িতে মিষ্টি খাওয়া নিয়ে মারামারি, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিয়েবাড়ির নাম শুনলে যে কারও মাথায় রং-বেরংয়ের নানা রবরব সাজ ও অতিথিদের মিলনমেলাই বোঝায়।কিন্তু অনেক সময় বিয়েবাড়িতেই সামান্য কিছু নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।

তেমনি এক বিয়েবাড়িতে রসগোল্লা খাওয়া নিয়ে গোলমালের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশের মইনপুরী জেলায় ঘটেছে এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়েবাড়িতে অতিথি হিসেবে যাওয়া চার যুবকের বিরুদ্ধে ওই বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

দেশটির পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বিকাপুর গ্রামে এক বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই হরিয়ানার বাসিন্দা ৫০ বছর বয়সী রণবীর সিংহকে হত্যা করা হয় বলে অভিযোগ।

জানা যায়, রণবীর সিংহ কনের আত্মীয় ছিলেন। সেই দিন বিয়েবাড়িতে একটি বালতিতে রসগোল্লা রাখা ছিল। সেখান থেকে রসগোল্লা খেতে এক অভিযুক্তকে বাধা দেন রাম কিশোর নামে রণবীরের এক আত্মীয়। তা নিয়েই গোলমালের সূত্রপাত।

এ নিয়ে রণবীরকে লাঠি এবং লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রণবীরের।

অভিযোগ, রাম কিশোরকেও মারধর করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রণবীরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মইনপুরীর পুলিশ সুপার রাজেশ কুমার বলেছেন, ‘এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চার যুবক রজত, অজয়, সত্যবান এবং ভরত পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

The post বিয়েবাড়িতে মিষ্টি খাওয়া নিয়ে মারামারি, বৃদ্ধকে পিটিয়ে হত্যা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages