গাঁজা গাছসহ উজিরপুরে গাঁজাচাষি গ্রেপ্তার
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা:: বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ বড়াকোঠা গ্রাম থেকে তিনটি গাঁজা গাছসহ রেজাউল করিম (৪০) নামে এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) সদস্যরা। গ্রেপ্তার রেজাউল ওই এলাকার মৃত আবুল কাসেম ফকিরের ছেলে।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে বরিশাল রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাড়ির আঙিনার ভিটা জমিতে গাঁজা চাষের তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়াকোঠা ইউপির দক্ষিণ বড়াকোঠা গ্রামের রেজাউল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন র্যাব-৮ এর সদস্যরা। বিকেল সোয়া ৫টার দিকে রেজাউল করিমকে গ্রেপ্তার ও বাড়ি সংলগ্ন ভিটা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে- বরিশাল র্যাব-৮ সিপিএসসির ডিএডি জি.এম আনসার আলী বাদী হয়ে গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।’
The post গাঁজা গাছসহ উজিরপুরে গাঁজাচাষি গ্রেপ্তার first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন