বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ১৩ জুলাই, ২০২২

কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু জবাই করাসহ পশুর মাংস কাটতে গিয়ে পৃথক স্থানে শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঈদুল আজহার দিন রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার বই (রোগীর তথ্য বই) থেকে এই তথ্য জানা গেছে।

আহতের মধ্যে বেশির ভাগই হাত-পায়ের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেছেন। তাদের প্রত্যেককেই চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে শহরের মেড্ডা এলাকার রাসেল ভূঁইয়া ও সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকীদের অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের দিন শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় কোরবানির পশু জবাই করতে গিয়ে পশুর মাংস কাটতে গিয়ে (অভিজ্ঞতা না থাকায়) কেউ কেউ ধারালো ছুরি দিয়ে হাত ও পায়ের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেন। আহতদের মধ্যে শহরের কাজীপাড়ার ইমন মিয়া বলেন, মাংস কাটার সময় আমার হাতে ছুরির আঘাত লাগলে পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন। আমার হাতে একটি সেলাই দেয়া হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. অনির্বাণ মোদক বলেন, গত রবিবার সকাল থেকে প্রায় শতাধিক রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং ৭ জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। আহতরা সবাই শঙ্কামুক্ত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages