আমানতগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাছ ব্যবসায়ী আহত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৭০) নামের এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে বাসার সম্মুখে কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ-শায়েস্তাবাদ সড়কে মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়- মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন সকালে শহরে যাওয়ার উদ্দেশে রাস্তায় বের হন। এসময় শায়েস্তাবাদ থেকে চুড়ামন এলাকার বাসিন্দা সজিবের (২৬) বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।
শেবাচিম হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গুরুতর আঘাতে মৎস্য ব্যবসায়ীর মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে এবং কোমড়ের হাড় ভেঙে গেছে। সকালে হাসপাতালে নিয়ে আসার পর থেকে তিনি সজ্ঞাহীন রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
The post আমানতগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাছ ব্যবসায়ী আহত first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন