চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি করা ওষুধ ও অপারেশনের সরঞ্জামসহ তিন ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দিলীপ কুমার নাথ, আশীষ দাশ ও পলাশ ধর। এর আগে গত ৭ জুলাই সুমন বড়ুয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। তাদের সবার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। ঠিকাদারের অধীনে অস্থায়ী চুক্তিতে তারা বিভিন্ন ওয়ার্ডে ‘স্পেশাল ওয়ার্ড বয়’ হিসেবে কাজ করেন।
তবে এই চোর চক্রের সঙ্গে হাসপাতালের একজন স্থায়ী কর্মচারীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কর্মচারীটি এখন পলাতক। পুলিশ তাকে ধরতে চেষ্টা করছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, প্রায় ৫০ হাজার টাকার ওষুধ চুরি করে নেওয়ার সময় প্রথমে এক ওয়ার্ড বয়কে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা করেছিল। মামলার অনুসন্ধান করতে গিয়ে আরও তিন ওয়ার্ড বয়কে গতকাল সোমবার হাসপাতাল থেকে চুরি করা ওষুধসহ গ্রেফতার করা হয়। তাদের আগের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বাইরে বিক্রি করতে নেওয়ার সময় সুমন বড়ুয়াকে ধরা হয়েছিল। তার কাছ থেকে এ চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত সে ধরনের কিছু তথ্য পাওয়া যায়। সে তথ্যের ভিত্তিতে হাসপাতাল ভবনের নিচ তলার ৪ নম্বর লিফটের কাছ থেকে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অপারেশনের সময় ব্যবহার করা বিভিন্ন ধরনের স্যালাইন, ক্রিম, টেপ উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন