বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

মেয়েকে দেখতে যাবেন শ্বশুর বাড়ি, বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট বাবা

মেয়েকে দেখতে যাবেন শ্বশুর বাড়ি, বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট বাবা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন চিত্তরঞ্জন দাস (৬৫) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডা. আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নমগ্রামের মৃত হিরালাল দাসের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশে রওয়ানা দেন তিনি। পথিমধ্যে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন দাস।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

 

 

The post মেয়েকে দেখতে যাবেন শ্বশুর বাড়ি, বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট বাবা first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages