শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে আনা সম্ভব হয়েছে: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে দেশকে উন্নয়নের পথে আনা সম্ভব হয়েছে। মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
The post শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে আনা সম্ভব হয়েছে: এমপি শাওন first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন