আমরা মানুষ
——— সৈয়দুল ইসলাম
এক বিশ্ব এক জাতি
আমরা মানুষ ভাই,
ধর্ম বর্ণ ভেদে কেন?
দোষ খুঁজে বেড়াই।
গায়ের রঙ ভিন্ন হলেও
রক্ত সবার লাল,
হিংসা বিদ্বেষ অহং পোষে
জ্বলছি কত কাল।
মানুষ হয়ে মানুষ হত্যা
করছি মহাপাপ,
বিবেক কাঁদে নির্বিচারে
দিচ্ছে অভিশাপ।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
পার্থক্য’টা ভুলে,
সরলরেখায় চললে জীবন
ভরবে সুখের ফুলে।
ভেবে দেখো আমরা মানুষ
প্রভুর সেরা দান,
ধর্ম, বর্ণ ভুলে চাইবো
মানুষের কল্যাণ।
মানুষ হয়ে মানুষ তরে
হাত বাড়িয়ে দেবো,
ভালোবেসে আপন জেনে
কাছে টেনে নেবো।
তারিখ: ০৫/০৭/২২
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন