বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিউমার্কেটে সংঘর্ষে ২ শতাধিক শিক্ষার্থী আহত

নিউমার্কেটে সংঘর্ষে ২ শতাধিক শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ী কর্মচারীদের সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন ৷ মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার ৷

তিনি বলেন, সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যবসায়ীদের ছোড়া ইট পাটকেল ও পুলিশের টিয়ার গ্যাসে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন৷ এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫০ জন। আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ৷ যাদের আঘাত গুরুতর ছিল তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসার দায়িত্বে আছেন ঢাকা কলেজের চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের সদস্যরা৷

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবক বেলাল হোসাইন বলেন, সকালে সংঘর্ষ শুরুর পরেই আহত শিক্ষার্থীর পরিমাণ বাড়তে থাকে। তখনই আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করি। আহত শিক্ষার্থীদের অধিকাংশেরই শরীরে ইটের আঘাত, বিভিন্ন অংশ থেঁতলে যাওয়া, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাত, মাথা ফাটা, হাতে পায়ে ক্ষত, হাত-পা ভাঙা ছিল। আমারা চেষ্টা করেছি আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর।

প্রাথমিক প্রতিবিধান দেওয়া আরেক সদস্য রোভার স্কাউটের সদস্য তারেক আজিজ বলেন, সারা দিন ধরেই আমরা আহত শিক্ষার্থীদের সেবা দিয়েছি। আমাদের এখানে দুইশর অধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে ৷ এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ৫০ এর অধিক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়েছে৷

গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

The post নিউমার্কেটে সংঘর্ষে ২ শতাধিক শিক্ষার্থী আহত first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages