বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

১৩০০ টাকার জুতা ১৯০০ টাকায় বিক্রি করছিল বাটা (!)

১৩০০ টাকার জুতা ১৯০০ টাকায় বিক্রি করছিল বাটা (!)

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সিলেটের জিন্দাবাজারে বেশি দামে জুতা বিক্রি করায় বাটার শোরুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর জিন্দাবাজারের লন্ডন ম্যানশনের বাটার শোরুমকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়।

জানা গেছে, লন্ডন ম্যানশনের নিচতলার বাটা শোরুমে বেশিরভাগ জুতায় কোম্পানি নির্ধারিত দাম উল্লেখ নেই। এছাড়াও অনেক জুতায় দোকানের পক্ষ থেকে ১৩০০ টাকার জুতা ১৯০০ টাকা  ও ২৩০০ টাকার জুতা ২৯০০ টাকা বিক্রির জন্য মূল্য বসানো হয়েছে। নিজেদের মতো করে দামের স্টিকার বসিয়ে অতিরিক্ত জুতা বিক্রি করতেও দেখা যায়। এছাড়াও বাটা কোম্পানি ছাড়াও আমদানিকৃত অন্য কোম্পানির জুতাও কোনো অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ঢাকা পোস্টকে বলেন, বাটার শোরুমে অভিযানকালে সংশ্লিষ্টরা জুতার দাম বেড়েছে দাবি করলেও পণ্য ক্রয়ের তালিকা দেখাতে পারেননি। অনেক জুতায় দামের ট্যাগ দেওয়া নেই। অনেক জুতায় তারা নিজেদের মতো করে দামের স্টিকার মেরে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করছে। এতে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই এই দোকানকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া, কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সদস্য তামান্না আক্তার ও ধীমান দাশ উপস্থিত ছিলেন। এপিবিএন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

The post ১৩০০ টাকার জুতা ১৯০০ টাকায় বিক্রি করছিল বাটা (!) first appeared on Barishal Times | বরিশালটাইমস.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages