রাসেল কবিরঃ বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ছাত্রলীগ নেতাদের ব্যানার কর্তন করা হয়েছে। এখনও ব্যানার কর্তনের দৃশ্য চোখে পড়ার মতো।
দেখা গেছে কিছুদিন পূর্বে কাজীরহাট থানা ছাত্রলীগ নেতা কর্মীরদের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ব্যানার সাটানো হয়। সাটানোর কয়েকদিন পর রাতের আধারো কে বা কাহারা ব্যানার কর্তন করে। কাজীরহাট বাজার ব্রিজ সংলগ্ন ও কাজীরহাট থানা রোড সংলগ্ন ব্যানার কাটার দৃশ্য চোখে পড়ার মতো।
সূএে জানাগেছে, কাজীরহাট এলাকায় সরকার দলীয়র দলের মধ্যে রয়েছে একাধিক কোন্দল। এই কোন্দলের ফলে এমন ঘটনার রুপ প্রকাশ পেয়েছে বলে সাধারন মানুষদের অভিমত।
শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন