নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে ইয়ানুর বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারী ঐ থানার বকুল বাড়িয়া ইউনিয়নের ৩নং লাবনা গ্রামের বাসিন্দা সেকেন্দার গাজীর স্ত্রী। গত রবিবার দুপুর দেড়টায় পুরানবাড়ি এলাকার গাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ইয়ানুর বেগম বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৌজায়ালী আলী গাজীর ছেলে মাদকসম্রাট কামালগাজি আহত ইয়ানুর বেগম ও তার পরিবারের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় মাদকসম্রাট কামালগাজি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রবিবার ইয়ানুর বেগমের ৬০ শতাংশ জমির তরমুজ খেতের তরমুজ গাছসহ নষ্ট করে ফেলে।
এসময় ইয়ানুর বেগম প্রতিবাদ করলে সন্ত্রাসী কামাল গাজী, শামীম, নাজমা, মাহাতাব সহ অজ্ঞাত চার-পাঁচজন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইয়ানুর বেগমের উপরে হামলা চালায়। তার ডাক চিৎকার শুনে ছেলে পারভেজ ছুটে আসলে তাকেও মারধর করে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে আহত ইয়ানুর বেগম এ হাসপাতালের মহিলা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহতর ছেলে মনছুর আরো জানান। এলাকার ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে মাদক সম্রাট কামালগাজি। এ সন্ত্রাসীর বিরুদ্ধে মুখ খুললে মামলা ও হামলার শিকার হতে হয়। এই সন্ত্রাসী আমার মা ও ভাইকে মারধর করে এখনো ক্ষান্ত হয়নি মিথ্যা মামলা সাজিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানি চেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ এই সন্ত্রাসী যে কোনো সময় আমার পরিবারের উপরে হামলা চালাতে পারে। এই সন্ত্রাসীর ভয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন