মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ শহরের মধ্যচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা মহিলা দল।
জেলা মহিলা দলের সভানেত্রী মাফুজা জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা নাছরিন সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা মুক্তা, সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শুরু হলে মহিলা দলের নেত্রী-কমীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতে মহিলা দলের নেত্রী-কমীরা সমাবেশ স্থল ত্যাগ করেন।
পুলিশ জানান, কোন অনুমতি ছাড়াই লোকজন জড়ো হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন