বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১৪ মার্চ, ২০২২

‘ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানো হবে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল আমদানিতে ১০ শতাংশ ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২২ পালন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ভোক্তা পর্যায়ে থাকা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে।

তিনি বলেন, আমরা শঙ্কিত যুদ্ধ পরিস্থিতি কোথায় যায়। পরিস্থিতি ভালো হলে অনেক পণ্যের দামও কমে যাবে। এই পরিস্থিতিতে বেশি পণ্য না কিনে প্রয়োজনীয় পণ্য কেনা উচিৎ।

টিসিবি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সারা দেশে এক কোটি মানুষকে সহাযতা দেওয়া হবে। তবে ঢাকায় টিসিবির পণ্য বিতরণে কিছুটা সমস্যা হচ্ছে। একারণে সরকার স্থানীয় পর্যায়ে আইডি কার্ড, শহরাঞ্চলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages