অসমে এখন মোট করোনা রোগীর সংখ্যা ২৯,৯২১ জন। কোভিডে মৃতের সংখ্যা সরকারি ভাবে ৭৭। মৃত্যুহার ০.২৫ শতাংশ। সুস্থতার হার ৭২.৭৩ শতাংশ। করোনার টিকা তৈরির ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে বিভিন্ন দেশ। পিছিয়ে নেই ভারতও। শুক্রবার নতুন মাইলফলক স্পর্শ করল এ দেশের টিকা গবেষণা। গতকাল থেকে শুরু হল করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল বা মানবশরীরের উপর পরীক্ষা। এমসে বছর তিরিশের এক যুবকের দেহে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। তার ফলের উপর নজর রেখেই স্থির হবে পরীক্ষার পরবর্তী ধাপ। অসমে কোভিড মোকাবিলার ক্ষেত্রে পিপিই কিট ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনা নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে উপ-লোকায়ুক্ত চিত্তরঞ্জন শর্মার কাছে অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। ব্রিটেনে টিকার প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফল যথেষ্ট সন্তোষজনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে এই টিকার উৎপাদনের জন্য ফার্মা সংস্থা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি হয়েছে এসআইআইয়ের। ভারত ছাড়াও মধ্য ও নিম্ন আয়ের দেশগুলির জন্য টিকা তৈরি করবে সংস্থাটি। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১০০ কোটি টিকা তৈরি করবেন তাঁরা করোনাভাইরাসের সঙ্গে যুঝছে দেশ। প্রতিদিন রেকর্ড হাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আলোচনার জন্য আগামী সোমবার, ২৭ জুলাই, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ২৬ জুলাই ‘মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪ ঘণ্টায় কলকাতার থেকে উত্তর ২৪ পরগনা জেলায় করোনায় বেশি মানুষের মৃত্যু হয়েছে; যা এই প্রথম বলে নবান্ন সূত্রে খবর। শনিবার রাজ্যের কোভিড বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ২ হাজার ৪০৪ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ হাজার ৩৭৭ জন। এর মধ্যে অ্য়াকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৩৯১ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ১২৫ জন। উত্তরপূর্ব ভারতের পরিস্থিতি সবথেকে খারাপ। বাংলাদেশর সঙ্গে ১,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর জওয়ানদের মধ্যে কমপক্ষে ১,১০০ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা, গবেষণার গতির সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। সঙ্গে উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৫৭ জনের। মোট আক্রান্ত ১৩,৩৬,৮৬১। করোনায় মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১৩,১৩২)। তার পরে যথাক্রমে দিল্লি (৩,৭৭৭), তামিলনাড়ু (৩,৩২০), গুজরাত (২,২৭৮), কর্নাটক (১,৭২৪), উত্তরপ্রদেশ (১,৩৪৮)।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3f0ekmA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন