বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ জুলাই, ২০২০

ভূমিপুজো ঘিরে চূড়ান্ত তৎপরতা অযোধ্যায়, প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী

এই সময় ডিজিটাল ডেস্ক: সফরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার দুপুরে ঝটিতি সফরে সেখানে যান তিনি। অংশ নেন 'পুজো'য়। হনুমানগরহি মন্দিরে পুজো দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাম মন্দির নির্মাণের জন্য মন্দির নির্মাণ কার্যশালায় পাথর খোদাইয়ের কাজ চলছে। সেখানে গিয়ে বিশদে খোঁজখবর নেন। এর পরে করসেবক পুরমে বিশ্ব হিন্দু পরিষদের সদর দফতরে যান যোগী আদিত্যনাথ। সেখানে রাম মন্দির ট্রাস্টের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। এই ঝটিতি সফরে রাম মন্দিরের শিলান্যাসের প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আগামী ৫ অগস্ট অযোধ্যায় () রাম মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অযোধ্যায় রামজন্মভূমিতে পা রাখবেন নমো। তিনি ৪০ কেজি ওজনের একটি রুপোর ইঁট স্থাপন করবেন। বারণসীর পুরোহিতরা ভূমিপুজোর দায়িত্বে থাকবেন। তাঁদের সঙ্গে থাকবেন অযোধ্যার পুরোহিতরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দিরের শিলান্যাসের আগে অযোধ্যায় রামের উপাসনা করবেন মোদী। পাশাপাশি হনুমান গরহি মন্দিরে হনুমানের পুজোও করবেন। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শিলান্যাস উপলক্ষে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও পড়ুন: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের এক কর্তা জানিয়েছেন, ২০০-র বেশি মানুষ ৫ অগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। তবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে বলে প্রাথমিকভাবে স্থির হয়েছে। সাধারণ মানুষ যাতে এই বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হওয়ার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই অযোধ্যার বিভিন্ন জায়গায় বিশাল মাপের সিসিটিভি স্ক্রিন লাগানো হবে। এ দিকে, প্রস্তাবিত রাম মন্দিরের পুরনো নকশায় বেশ কিছু বদল আনা হয়েছে। মন্দিরের প্রধান আর্কিটেক্ট সি সোমপুরার ছেলে আর্কিটেক্ট নিখিল সোমপুরা এর আগে বলেছিলেন, ‘প্রথম নকশাটি তৈরি হয়েছিল ১৯৮৮ সালে। তারপর ৩০ বছর পেরিয়ে গিয়েছে। আগামী দিনে রামমন্দিরে বাড়বে পুণ্যার্থীদের সংখ্যা। আসবেন পর্যটকরাও। এই মন্দির ঘিরে মানুষের মধ্যে অসীম উত্‍সাহ। তাই আমরা ভাবলাম এর পরিমাপ বাড়ানো উচিত।' তাঁর আরও সংযোজন, 'নতুন নকশা অনুযায়ী মন্দিরের উচ্চতা ১৪১ ফুট থেকে বাড়িয়ে ১৬১ ফুট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনো নকশায় নতুন করে দুটি মণ্ডপও যোগ করা হয়েছে। পুরনো নকশা মেনে যে সব স্তম্ভ এবং পাথর খোদাই করা হয়েছিল সেগুলিও ব্যবহৃত হবে। পুরো মন্দিরটি তৈরি করতে সাড়ে তিন বছর সময় লাগবে।' আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39rUhwe

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages