বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতি LIVE: রাজ্যে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা ঘিরে উদ্বেগ

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে সোমবারই আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্যায়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সোমবারই রাজ্যে সপ্তাহে দু-দিন করে সার্বিক লকডাউনের কথা ঘোষণা করেন তিনি। সপ্তাহে এই দু-দিন রাজ্যে অফিস-কাছারি, যানবাহন সবকিছুই বন্ধ থাকবে। তবে কনটেইনমেন্ট জোনগুলিতে যেমন লকডাউন চলছিল, সপ্তাহের বাকি দিনগুলোও তেমনই লকডাউন চলবে। --- সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৮২ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে আশার কথা হল সোমবার রাজ্যে রোগমুক্ত হয়েছেন ১৫৩৫ জন। --- ইতোমধ্যে কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে সংক্রমণ ও মৃত্যুর হার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি লিখে জানান কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লব আগরওয়াল। --- এদিকে প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় পাশ করে বিশ্বজোড়া হতাশার মধ্যে আশার আলো জাগাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। ভ্যাকসিনটি নিরাপদ। হিউম্যান ট্রায়ালে কারও শরীরেই বড়সড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিনটি কার্যকারী। শরীর দ্রুত নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করছে, যা করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে সক্ষম। --- সোমবার মেডিক্যাল জার্নাল ল্যানসেটে অক্সফোর্ডের ভ্যাকসিন চ্যাডক্স-ওয়ান নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হতেই হইহই পড়ে গিয়েছে। ভ্যাকসিনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুই চাহিদা এক্ষেত্রে পূরণ হয়ে যাওয়ায় সবার একটিই প্রশ্ন, কবে থেকে টিকা দেওয়া শুরু করা সম্ভব? বিজ্ঞানীরা বলছেন, ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় তৃতীয় পর্বের ট্রায়াল চলছে। তার ফলাফল আসা এখনও বাকি। তবে গোড়ায় পরীক্ষায় পাশ করে যাওয়ায় গোটা পর্ব ফাস্ট-ট্র্যাক করার ভাবনা-চিন্তাও শুরু হতে পারে। যেমন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাড্রিয়ান হিল এ দিনই বলেছেন, 'সেপ্টেম্বরে লক্ষাধিক তৈরি ডোজ তৈরি হয়ে যেতে পারে।' --- ইতোমধ্যেই দেশের জন্য এক কোটি ডোজ পেতে অক্সফোর্ড এবং ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করে রেখেছে ব্রিটিশ সরকার। রুপোলি রেখা পাওয়া গিয়েছে প্রথম পর্বের ট্রায়াল শেষ করা চিনা ভ্যাকসিন এডি-ফাইভ নিয়েও। এ দিনই ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্র জানিয়েছে, এই টিকাও নিরাপত্তার পরীক্ষায় পাশ করেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতেও সক্ষম। --- ভারতেও ১২টি জায়গায় শুরু হয়েছে কোভ্যাক্সিনের ট্রায়াল, এর মধ্যে রয়েছে নয়াদিল্লি এইমসও৷ দিল্লির পাশাপাশি এইমস পাটনা ও রোহতক-র পিজিআই-তেও এই ট্রায়াল চলছে৷ একইরকমভাবে সোমবার কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে হায়দরাবাদ ও গোয়াতেও৷ এর মধ্যে দিল্লি এইমস-র স্যাম্পেল সাইজ সব থেকে বড় বলে এখানকার পরীক্ষার ফল গোটা প্রক্রিয়াকে দিশা দিতে সক্ষম হতে পারে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা৷


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2OHZuqb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages