বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২২ জুলাই, ২০২০

ওডিশার নবতিপর প্রবীণের করোনা জয়ে নবীনের প্রাণভরা অভিনন্দন!

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাকে হেলায় হারিয়ে, মৃত্যুর মুখে তুড়ি মেরে ফিরে এলেন ওডিশার প্রবীণতম মানুষটি। নব্বই ঊর্ধ্ব বয়স। বয়সের আরও নিখুঁত হিসেবে, জীবনের সেঞ্চুরি করতে আর মাত্র পাঁচটা বছর বাকি। যে বয়সে পৌঁছনোর অনেক আগেই বেশিরভাগ মানুষ দেহ রাখেন বা বেঁচে থাকলেও নড়বড়ে লাঠিনির্ভর জীবন, সেই নবতিপর জীবনে বার্ধক্যের কামড়কে উপেক্ষা করে তরতর করে সেঞ্চুরির দিকে এগিয়ে চলা আক্ষরিক অর্থেই একটা বড় যুদ্ধ জয় করলেন। ওডিশার উদয়নাথ বিষয়ী প্রথম নন, এরই মধ্যে তাঁর মতো আরও কয়েক জন, এমনকী শতায়ু-পার প্রবীণতমের করোনা জয়ের খবরও সামনে এসেছে। তবু, এ লড়াই উপেক্ষার নয়। বিশেষত, যখন রোজ বিশ্বজুড়ে হাজারে হাজারে মানুষ কোভিডের কাছে অসহায় আত্মসমর্পণ করছেন। তাই রাজ্যের এখনও পর্যন্ত প্রবীণতম মানুষটির কোভিড-জয়ের খবরে, হাজার ব্যস্ততার মাঝেও অভিনন্দন জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। আরও খবর: আজ নয়, চার দিন আগেই ১৮ জুলাই টাটা মেডিকা কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন উদয়নাথ বিষয়ী। ওডিশার গঞ্জম জেলার চাকুন্দা গ্রামে বাড়ি এই করোনা-যোদ্ধার। সরকারি সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত উদয়নাথ বিষয়ী করোনার মৃত্যুমুখ থেকে ফিরে আসা রাজ্যের প্রবীণতম ব্যক্তি। ৯ জুলাই তাঁর সংক্রমণ ধরা পড়েছিল। আরও খবর: মধ্য-নব্বইয়ের মানুষটি হাসপাতাল থেকে ঘরে ফেরার পর, তাঁকে অভিবাদন জানিয়ে গঞ্জমের কালেক্টর বিজয় কুলাঙ্গে বলেন, 'চিকিত্‍‌সকদের প্রচেষ্টার এক অনন্য উদাহরণ।' তিনি বলেন, 'আমাদের রাজ্যের হেলথকেয়ার সিস্টেম কী ভাবে কাজ করছে, প্রবীণতমের ফিরে আসাতেই তা প্রমাণ হয়। এর পর আমি লোকজনকে একটা কথাই বলব, অকারণ ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না। যদি ৯৫ বছরে কেউ ফিরে আসতে পারেন, যে কেউ-ই পারবেন।' আরও খবর: কোভিড যুদ্ধে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার জন্য ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকও ট্যুইট করে উদয়নাথ বিষয়ীকে অভিনন্দন জানিয়েছেন। বলেন, 'আপনার এই জয় বাকিদের দৃঢ় হতে প্রেরণা জোগাবে।' মঙ্গলবার পর্যন্ত ওডিশায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১৮,১১০। গত ২৪ ঘণ্টায় ৬৭৩ জনের সংক্রমণ ধরা পড়ে। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৫,১০৩। সুস্থ হয়ে উঠেছেন ১২,৯১০ জন। মৃত্যু হয়েছে ৯৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬ জন। আরও পড়ুন: এদিকে, গোটা দেশে কোভিড আক্রান্ত বেড়ে হয়েছে ১১ লক্ষ ৯৪ হাজার ৮৫। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৭০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৫২ হাজার ৩৯৩ জন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39jH5cP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages