এই সময় ডিজিটাল ডেস্ক: সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হার বাড়াচ্ছে চিন্তা। তার মধ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবারই জানিয়েছেন, সংক্রমণ কমানোর পাশাপাশি ‘আনলক ২’-এর পথে হাঁটার কথা ভাবতে হবে সকলকে, অর্থাৎ কড়াকড়ির মাত্রা আরও কমানো হবে। স্বাস্থ্য মন্ত্রকের এক স্পেশাল ডিউটি অফিসার অবশ্য জানিয়েছেন, ভারতে প্রতি লাখ জনসংখ্যায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম, কিন্তু সেই যুক্তি খুব একটা আশ্বাস যোগাচ্ছে না। --- তামিলনাড়ুর চার জেলা চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুরে লকডাউন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। --- শুধুমাত্র গুজরাটেই বৃহস্পতিবার নতুন করে ৫১০ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ দিকে, দিল্লিতে ছ’লক্ষ করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। --- উত্তরপ্রদেশের একটি সমীক্ষা রিপোর্ট অবশ্য জনসাধারণের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। সেই রিপোর্টে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে করোনা আক্রান্তদের অর্ধেকেরই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। --- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মেনে সরকারি নির্দেশিকায় যে এতদিন বলা হচ্ছিল, ষাটোর্ধ্ব বা কো-মর্বিডিটি থাকা মানুষের সংক্রমণের সম্ভাবনা অল্পবয়সিদের তুলনায় বেশি, সেই যুক্তি উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত টিকছে না। উত্তরপ্রদেশে আক্রান্ত ৭,৮৮৪ জনের মধ্যে ৫১.৯৩ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3dfJKEw
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন