এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার গভীর রাত পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে, ৮৩ লক্ষ ২৭ হাজার ১৪৯। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৮ হাজারে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লক্ষ ৫৭ হাজার ৪৯৩ জন। ---করোনাভাইরাসের বাড়বাড়ন্ত হলেও ফের লকডাউন হচ্ছে না আমেরিকায়। জানালেন ট্রাম্প। ---মোট সংক্রামিতের এক-চতুর্থাংশ আমেরিকায়। ২২ লক্ষ ২১ হাজার ৩৮৩ জন এ পর্যন্ত আক্রান্ত। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮৩টি পজিটিভ কেস ধরা পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৮৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫২ জনের। ---ব্রাজিলে মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১২৯-এ নেমে এসেছে। তবে, সবমিলিয়ে এখনও পর্যন্ত ৪৫ হাজার ৫৮৫ জন করোনায় মারা গিয়েছেন। আমেরিকার পর আর কোনও দেশের এত মৃত্যু হয়নি। মোট আক্রান্তের নিরিখেও ব্রাজিল আমেরিকার পরেই রয়েছে। ---রাশিয়ায় ৫ লক্ষ ৫৩ হাজার ৩০১ জন আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ৭,৮৪৩ জনের পজিটিভ ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। সব মিলিয়ে করোনার বলি ৭,৪৭৮। ---গোটা বিশ্বে কী হারে ( ) সংক্রমণ বেড়েছে, তার খানিক আভাস মিলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এক রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ( ) টেড্রোস ঘেব্রেইয়েসুস বুধবার জানান, গোটা বিশ্বে করোনাভাইরাসে ( ) আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৮০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ৬০ লক্ষ আক্রান্ত হয়েছে শেষ দু-মাসে। যেখানে সংক্রমণ ধরা পড়ার পর থেকে প্রথম দু-মাসে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৮৫ হাজার। ---করোনা টেস্টে লোকজনকে উত্সাহিত করতে মাত্র কয়েক দিনের মধ্যে বিশ্বজুড়ে ল্যাবের সংখ্যা যে নাটকীয় ভাবে বেড়েছে, তা নির্দ্বিধায় স্বীকার করেন হু-র প্রধান। সংক্রমিতের সংখ্যা লাফিয়ে বাড়ার অন্যতম কারণই যে দৈনিক কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধি, তা পরোক্ষে মেনে নেন হু-র সর্বময় কর্তা।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2YP21Dy
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন