বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

‘ঠিক আছি বাবা’, লাদাখ থেকে বাড়িতে এল ফোন

এই সময়, বহরমপুর: লাদাখের উত্তপ্ত পরিস্থিতি ঘুম কেড়েছিল আড়াই হাজার কিলোমিটার দূরের মণ্ডল পরিবারের। রেজিনগর থানার কাশীপুরের হেরওপাড়া গ্রামের স্বপন মণ্ডল সেনাবাহিনীর জওয়ান। বর্তমানে তিনি লাদাখে কর্মরত। আন্তর্জাতিক সীমারেখাতেই তিনি রয়েছেন। সোমবারের ঘটনার পর বাড়ির লোকেদের সঙ্গে দুঃশ্চিন্তায় ছিল গোটা গ্রাম। তবে সেই চিন্তা আপাতত কেটে গিয়েছে। ছেলে বাবাকে ফোন করে জানিয়েছে, ‘আমি ভালো রয়েছি বাবা। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এখানে উত্তেজনা রয়েছে। তবে সমস্যা নেই। তুমি-মা সাবধানে থেকো।’ তবু বাড়ির লোকেদের মন তাতে চিন্তামুক্ত হয়নি। যদিও গ্রামের লোকজন দফায় দফায় এসে বৃদ্ধ বাবা-মাকে সাহস যুগিয়ে যাচ্ছেন। তাঁদের দেখভাল করছেন। বাবা সনাতন বৈরাগ্য বুধবার বলেন, ‘ছেলে ফোন করেছিল। ও অনেকটা দূরে রয়েছে। আমাদের চিন্তা করতে নিষেধ করেছে।’ দুই ভাই ও তিন বোনের সংসারে স্বপন ছোট ছেলে। স্ত্রী একমাত্র মেয়েকে নিয়ে বহরমপুরে থাকেন। দাদা তাপস মণ্ডল বলেন, ‘ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা উদ্বেগের মধ্যে রয়েছি। তবে ও জানিয়েছে যেখানে রয়েছে সেখান থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার। ফলে তেমন সমস্যা নেই।’ ২০ বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন স্বপন। বছরে একবার করে দীর্ঘ ছুটি নিয়ে ফেব্রুয়ারি মাস নাগাদ বাড়িতে আসেন তিনি। তবে নিয়ম করে রোজ বৃদ্ধ বাবা-মাকে ফোন করেন। মঙ্গলবার লাদাখে চিনের ভারতীয় সেনাজের উপর আক্রমণের যে ঘটনা হয় তা পরিবারের লোকেরা জানতে পারেন টিভি দেখে। এতজন ভারতীয় সেনার মৃত্যুর খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বৃদ্ধ বাবা-মা। বৌদি আরতি মণ্ডল বলেন, ‘আমরা টিভির খবর দেখার পরেই জানতে পারি ঘটনার। প্রত্যকেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’ তবে নিজেই ফোনে যোগাযোগ করার পর জানায় ভালো রয়েছে। অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও প্রতিবেশী মৃন্ময় মণ্ডলের বক্তব্য, ‘আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। কিছুদিন আগে আমি অবসর নিয়েছি সেনাবাহিনী থেকে। ফলে জানি যখন তখন কিছু হতে পারে। তবে একটা জিনিস ভালো যে, ও নিজেই ফোন করে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছে।’ বুধবার ফোনে যোগাযোগ করা হলে থেকে স্বপন মণ্ডল বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে আমরা অনেকটাই নিচের দিকে রয়েছি। উত্তেজনা থাকলেও ঠিক আছি। আমাদের বলে দেওয়া হয়েছে বাড়ির লোকেদের ফোন করে খোঁজ নেওয়া ছাড়া আর কারও সঙ্গে কথা না বলতে। ফলে সেই নিয়ম ভাঙা সম্ভব নয়।’


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2YKLy3d

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages