এই সময় ডিজিটাল ডেস্ক: চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ২০১৯ সালে ৪৪৬টি বৈদ্যুতিক ইঞ্জিন নির্মাণ করে বিশ্বরেকর্ড করল। এমন কোনও কারখানা নেই যেখানে এক বছরে এতগুলি বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ করা সম্ভব হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নামাঙ্কিত এই কারখানায় উৎপাদন শুরু হয়েছিল ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি বাষ্পীয় রেল ইঞ্জিন তৈরির মধ্যে দিয়ে। এরপর এখানে ডিজেল সান্টার ইঞ্জিন এবং তারপর বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদন শুরু হয়। এই কারখানায় ২৩৫১টি বাষ্পীয় ইঞ্জিন ও ৮৪২টি ডিজেল রেল ইঞ্জিন তৈরি করা হয়েছিল। সব মিলিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৭০৯০টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করা হয়েছে। এখানে তৈরি হওয়া রেল ইঞ্জিন রাজধানী, শতাব্দী এক্সপ্রেস, কালকা মেল, দুরন্ত এক্সপ্রেসের মত দ্রুতগতিসম্পন্ন ট্রেনে ব্যবহার করা হয়। এক সময় এখানে ৩৯০০ অশ্বশক্তিসম্পন্ন বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হত। শ্রমিকদের দক্ষতা এবং কর্তৃপক্ষের পরিকল্পনায় ৫০০০ অশ্বশক্তি ও পরে ৬০০০ অশ্বশক্তির বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করা শুরু হয়। এখন এখানে ৯০০০ অশ্বশক্তির রেল ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে যা যাত্রিবাহী ট্রেনে ব্যবহার করা হবে। পণ্য পরিবহণের জন্য ৯০০০ অশ্বশক্তিসম্পন্ন রেল ইঞ্জিন ইতিমধ্যেই তৈরি করা সম্ভব হয়েছে। চিত্তরঞ্জন রেল কারখানার জনসংযোগ আধিকারিক মনতার সিং জানান, এই কারখানার উৎপাদন ক্ষমতা ২০০টি ইঞ্জিন তৈরি করার মতো। ২০১৪ সালে এখানে ২৪২, ২০১৫ সালে ২৭৩, ২০১৬ সালে ২৭০, ২০১৭ সালে ৩২৫, ২০১৮ সালে ৩৮৭টি ইঞ্জিন তৈরি করা হয়েছিল। ২০১৯ সালে ৪৪৬টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি করে সর্বকালীন রেকর্ড গড়ল চিত্তরঞ্জন। ২০১৪ সালের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক রেল ইঞ্জিন চিত্তরঞ্জনের তৈরি করা হয়েছে। বিশ্বরেকর্ড গড়ায় চিত্তরঞ্জনের জেনারেল ম্যানেজার প্রবীণকুমার মিশ্র কারখানার সমস্ত স্তরের কর্মচারী এবং আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এত বড় সাফল্য মিলেছে। চিত্তরঞ্জনের কর্মী ও আধিকারিকদের এই বিপুল সাফল্যেকে আরও উৎসাহিত করতে রেলমন্ত্রী দিল্লি থেকে এই কারখানার সঙ্গে যুক্ত প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান আসানসোলের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, 'আমার সংসদীয় এলাকায় চিত্তরঞ্জনের মতো এমন একটা কারখানা আছে যা রেকর্ড গড়েছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জেনারেল ম্যানেজারকে আলাদা করে চিঠি পাঠাব।'
from Bengali News, Latest Bengali News, Bengali Khabar, Bengali News Headlines, বেঙ্গলি খবর https://ift.tt/36izmcu
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন