বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

বৈঠকের সম্ভাবনা, দিদি জানাবেন দাবি ও ক্ষোভ

এই সময় ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আজ, শনিবার প্রথম বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদী। দেশজুড়ে চলা সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভের মধ্যেই কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী। কলকাতায় এলে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানো হবে বলে হুমকি দিয়ে রেখেছে সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই মুহূর্তে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মমতা-মোদী সাক্ষাৎ। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নবান্ন সূত্রের খবর, আজ রাত সওয়া ৯টা নাগাদ রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আজ মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানেও দু'জনের হাজির থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠানে দু'জনকে একই মঞ্চে দেখতে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে রাজ্যের তরফে অভ্যর্থনা জানানোর জন্য পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শুক্রবার দুপুরে নবান্নে যান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ লাল মান্ডাভিয়া। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতায় একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাত্রিযাপন করবেন রাজভবনে। সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন মুখ্যমন্ত্রী। রাত ৯টা ১২ মিনিটে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সময় দেওয়া হয়েছে। সূত্রের খবর, রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় ছাড়াও তাঁর কাছে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী। তাজপুর বন্দর এবং দেউচা-পাঁচামি কয়লা ব্লকের উদ্বোধন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি, রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাজকর্ম নিয়েও প্রধানমন্ত্রীর কাছে নালিশ ঠুকতে পারেন মুখ্যমন্ত্রী। মমতা-মোদী সাক্ষাতের বিষয়ে অবশ্য সরকারি ভাবে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা নবান্নের কর্তারাও এ বিষয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না। রাজভবন থেকেও কোনও উত্তর মিলছে না। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাসে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠক করেন মমতা। বৈঠক থেকে বেরিয়ে এসে মমতা নিজেই জানিয়েছিলেন, মূলত রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দেউচা-পাঁচামি কয়লা খনির উদ্বোধনের জন্য পুজোর পর প্রধানমন্ত্রীকে বাংলায় আসার অগ্রিম আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা। এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে তিনি জানিয়েছিলেন। তা সত্ত্বেও অবশ্য বিরোধীরা তাঁকে ছেড়ে কথা বলেননি। মোদী-মমতা সাক্ষাৎ নিয়ে সেবার অনেক ব্যঙ্গ শোনা গিয়েছিল বিরোধীদের গলায়। এ বারও তার অন্যথা হচ্ছে না। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের জেরে দেশ যখন উত্তাল, তখন প্রধানমন্ত্রীর কলকাতা সফর এবং মমতা-মোদীর সম্ভাব্য বৈঠক নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করাটা ওঁর বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। ওঁকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হচ্ছে। তাই মোদী যখন বিজেপি শাসিত অসমে যেতে পারলেন না, সেখানে বাংলায় তিনি আসার ভরসা পেয়েছেন।' সুজনের প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্যায় না-হলে সেই ভরসা কে জুগিয়েছেন? এই কারণেই উনি নাগরিক আইনের বিরুদ্ধে দিল্লিতে বিরোধীদের বৈঠক এড়িয়ে গেলেন। এখন সবাই বুঝতে পারছেন, ওঁর কাছে মোদী ইয়েস। সনিয়া নো।' প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, 'প্রধানমন্ত্রীর সফরসূচি এবং কার্যসূচি রাতারাতি ঠিক হয় না। এখন সবাই বুঝতে পারছেন, উনি ১১-১২ তারিখ কলকাতায় থাকবেন। এটা ওঁর পূর্ব সিদ্ধান্ত। তাই মোদীকে খুশি করতে দিল্লিতে সনিয়া গান্ধীর ডাকা বৈঠকে যাচ্ছেন না। তৃণমূল এবং বিজেপির নিষ্ঠাবান কর্মীদের জন্য দুঃখ হচ্ছে। বাংলায় যাঁরা ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই লড়ছেন, তাঁদের সঙ্গে তঞ্চকতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ' সোমেনের আরও বক্তব্য, 'উনি আমাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুরের কথা বলছেন। ওঁর নেতৃত্বে বিধানসভা ভাঙচুরের ঘটনাই বাংলার রাজনীতিতে সব থেকে বড় ঘটনা।' তৃণমূলের এক শীর্ষ নেতার ব্যাখ্যা, রাজ্যে প্রধানমন্ত্রী এলে তাঁর সঙ্গে দেখা করতে যাওয়াটা মুখ্যমন্ত্রীর সাংবিধানিক সৌজন্য। রাজনৈতিক দূরত্ব থাকলেও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এড়াতে পারেন না। তাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়া অথবা মোদী-মমতা সাক্ষাতে অস্বাভাবিক কিছু দেখছেন না তাঁরা। আরও পড়ুন:


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/37TxBTv

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages